স্বামী আটক জামালপুরে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার,জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রায়হানকে আটক করেছে পুলিশ।
স্বামী আটক জামালপুরে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
শনিবার সকালে উপজেলার ডোয়াইল-ইউনিয়নের মাজালিয়ার ভূইয়াপাড়া গ্রাম থেকে সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাদিয়া আক্তার ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং ডিক্রিবন্দ দারুস সালাম আলিম মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষার্থী দিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ি এলাকার আব্দুল্লাহর ছেলে প্রকৌশলী রায়হানের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। পরীক্ষা চলায় তিনি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার রায়হানসহ শ্বশুরবাড়ির লোকজন সাদিয়ার বাড়িতে আসেন।

রাতে আত্মীয়-স্বজন চলে গেলেও থেকে যান রায়হান। হঠাৎ ভোরে রায়হানের চিৎকারে পরিবারের লোকজন গিয়ে দেখেন বারান্দার আড়ায় সাদিয়ার মরদেহ ঝুলছে। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা বলেন, রাতে হাসিমুখে জামাই ও মেয়েকে ঘরে রেখে যাই। ভোরে জামাইয়ের চিৎকারে এসে দেখি বারান্দায় মেয়ের মরদেহ ঝুলছে। এসময় জামাই জানায়, আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে আটক করে থানা আনা হয়েছে।
আরও পড়ুন:
1 thought on “স্বামী আটক জামালপুরে দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার”